শুক্রবার, ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

বাকেরগঞ্জে জাল দলিল তৈরি করে কবরস্থানের জমি দখলের চেষ্টা: সংবাদ প্রকাশের জেরে বাদীকেসহ সাক্ষীদের প্রাণনাশের হুমকি!

নিজস্ব প্রতিবেদক

( ২য় পর্ব )

বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে!

*বাকেরগঞ্জে জাল দলিল তৈরি করে কবরস্থানের জমি দখলের চেষ্টা!
*একই জায়গায় দুইটি দলিল, দলিল নং-৫৯৬৪/ ১৬/১০/ ১৯৫৭ইং:
২ নং- দলিল যাহার দলিল নং- ২৫১০- ২৬/০৭/৫৭ইং!

গত ২৮ জুলাই থেকে বেশ কিছুদিন ধরে একাধিক জাতীয় প্রিন্ট ও আঞ্চলিক অনলাইন মিডিয়া সহ বাকেরগঞ্জে জাল দলিল তৈরি করে কবরস্থানের জমি দখল করার চেষ্টা তত:পর আদালতে মামলা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের জের ধরে মামলা উঠানোর জন্য বাদীকেসহ সাক্ষীদের প্রাণনাশের হুমকি। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১২ নং- রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থল বিরাঙ্গল গ্রামে তিন আগস্ট  এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনায় মূল সন্ত্রাসের গডফাদার’ জাল দলিলের মদদদাতা, গ্রামের মৃত: হাশেম ফকিরের ছেলে মাও: হাবিবুর রহমান ও ইসুফ আলী হাওলাদার এবং জামাল হাওলাদার ও মৃত: রাজেন উদ্দিন হাওলাদারের ছেলে মোখলেছুর রহমান ওরফে সাহেব আলী মিলে।

বিরাঙ্গল মৌজা জেল নং-১ এস এ খতিয়ান ২৮১/২৬৩/৫৩৪ এস এ খতিয়ান দাগ নং- ২১৯৭/২১৯৮/২১৯৯/২৩৫/২১৬৯/২২৩৯/২১৯৬ মোট জমি পরিমান ২ একর ৪ শতাংশ ।
একই জায়গায় দুইটি দলিল দলিল যাহার  মামলা নং-১/ ১৯৯৮ইং- ৩য় যুগ্ম জজ আদালত যাহার দলিল নং-৫৯৬৪/ ১৬/১০/ ১৯৫৭ইং আদালত জব্দ বলেছেন ৯ জুন ২০০২ ইং – তারিখে। ২, দলিল যাহার দলিল নং- ২৫১০- ২৬/০৭/৫৭ইং যাহার মামলা নং- ১৮/৮৫ – ২৫/ ৪/ ২০০৫/৬ইং তারিখ ওই মামলায় জাল দলিল প্রমাণ হয়েছে।
মাখন লাল ১ একর ১ .৫০ শতাংশ অংশ।

ওই জমি ডিগরী মূলে মালিক আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে তার ওয়ারিশগণ ওই জমি দখলিও মালিক আব্দুল কাদের শিকদারকে সাক্ষী করে বরিশাল বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে করে ১ জুন ২০২১ইং ১৪৪/১৪৫ ধারামতে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং-১০৭/২০২১ইং। মামলা উঠানোর জন্য বাদীকেসহ সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছেন দেখার মতো নেই কেউ ।

তাই দিনের পর দিন জালচক্র লোকজন জাল দলিল দিয়ে জমি দখল করার চেষ্টা চালায় অপরের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এদের বিচার গ্রামবাসী প্রশাসনের নিকট চেয়েছেন অপরদিকে এদের হাত থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি কামনা করেছেন গ্রামবাসীরা। তারা বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের এলাকায় জামাত-বিএনপি নেতাদের অত্যাচারে শান্তিতে বসবাস করতে পারি না । তাদের অবৈধ টাকার গরমে পাহাড় গড়ে তুলছেন থানা পুলিশ হাতের মুঠোয় নিয়ে বিভিন্ন অপকর্ম বেড়ে চলছে।
জামাত বিএনপি নেতাদের ভয়ে বাদী আব্দুর রাজ্জাক ও তার মামলার সাক্ষীগণ মনির শিকদার সহ জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জামাত বিএনপি নেতা মাওলানা হাবিব ও জামাল হাওদার সহ একাধিক সন্ত্রাস বাহিনী মিলে বাদী ও সাক্ষীদের উপর মিথ্যা মামলা ও হামলা প্রাণনাশের হুমকি দিচ্ছেন। দিনদুপুরে রাস্তার উপরে সরকারি রাস্তার কালবার্ড এর উপরে বসে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রামদা লাঠি-সোটা নিয়ে বসে থাকেন এবং জাল দলিলের বলে রাতের আধারে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন তাদের হাত থেকে বাঁচবার উপায় কি।অপরদিকে জানা যায় জামায়াত-বিএনপি নেতা মাওলানা হাবিবুর রহমান ও তার ভাই জামাল হাওলাদার এর বিরুদ্ধে  থানা ও আদালতে একাধিক মামলা ও জিডি রয়েছেন। নেই কোন আইনি প্রক্রিয়া প্রশাসনের চোখে ধুলো দিয়ে বিভিন্ন অপকর্ম করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাস বাহিনীরাঃ এর বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।

অন্যদিকে, ইউনিয়ন চেয়ারম্যান বশির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন তারা জাল-জালিয়াতির চক্র এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যারা মূলত অপরাধী তাদেরকে ছাড় দেওয়া হবে না তিনি জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন জাল-জালিয়াতি সন্ত্রাসী বাহিনীর কাউকে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান ।

ধারাবাহিক চলবে চোখ রাখুন…………….

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা