বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রংপুরে নিজ বাড়িতে এরশাদকে দাফনের দাবি

বিশেষ প্রতিনিধি: সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরে নিজ বাড়ি পল্লী নিবাসে করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

রোববার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত মানুষ জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা এ দাবি করেন।

তারা বলেন, অসুস্থ হওয়ার কিছু দিন আগে দলের বিভিন্ন স্তরের নেতার সঙ্গে আলাপচারিতায় তার অন্তিম সমাধি নিজ বাড়ি পল্লী নিবাসে করার জন্য ওছিয়ত করে যান সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই তার দাফন রংপুরে করার দাবি জানিয়েছেন তারা।

এরশাদ একটি সমাধি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিলেন। হঠাৎ অসুস্থ হওয়ায় এরশাদ পরিকল্পনা জনসমক্ষে বলে যেতে পারেননি। সে কারণে জাতীয় পার্টি রংপুর বিভাগ, জেলা, মহানগরসহ সহযোগী ও অঙ্গ সংগঠনসহ রংপুরবাসীর পক্ষ থেকে জাপা চেয়ারম্যানের দাফন তার ওছিয়ত করা জায়গায় করার আবেদন জানান তারা।

সকালে সেন্ট্রাল রোডের জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মঙ্গলবার স্যারের মরদেহ আসবে রংপুরে। তার জানাজা বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে হবে। এ জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এতিম করে রাজনৈতিক পিতা হুসেইন মুহম্মদ এরশাদ চিরবিদায় নিয়েছেন। কিছু বলার ভাষা নেই আমাদের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা