বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:১২
শিরোনাম :

মুলাদীতে মেরাথন দৌড় এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল মেরাথন দৌড় উদ্ভোধন করেন মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু , উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। গতকাল বিকাল ৪টায় মুলাদী উপজেলা প্রশাসন আয়োজিত মেরাথন দৌড় উপজেলা চত্ত্বরে থেকে শুরু হয়ে মিয়ার হাট আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলো মিটার অতিক্রম করেন। এতে অংশ গ্রহন করেন মুলাদী সার্কেল এ এস পি মতিউর রহমান, সরকারী মুলাদী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সরকারী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মেরাথন দৌড়ে অংশ গ্রহন করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা