রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৩
শিরোনাম :

প্রতি চারজনের পরীক্ষায় একজন আক্রান্ত পশ্চিমবঙ্গে

অনলাইন ডেস্ক::

ফের করোনা সংক্রমণের রেকর্ড পশ্চিমবঙ্গে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২৮১ জন। একদিনে প্রায় ১৪০০ ব্যক্তি সংক্রমিত হয়েছেন।

পশ্চিমবঙ্গে করোনায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ৮০২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৮ হাজার ৬১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৮৪ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়, প্রায় তিন হাজার ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায়। গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭০ জনে। তারপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগণা। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২১ জন।

প্রতি ১০০ জনের টেস্ট হলে তার মধ্যে আক্রান্ত হচ্ছেন ২৫ জন, অর্থাৎ প্রতি ৪ জনে ১ জন আক্রান্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গের অবস্থাও খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে বেড নেই, সেফ হোম বা কোয়ারেন্টাইন সেন্টারেও জায়গা নেই। অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সময়মত মিলছে না রক্তও।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়েও জমসভায় ভিড় জমাচ্ছেন মানুষ। মুখে মাস্ক ছাড়াই চলে যাচ্ছেন তারকাদের দেখতে। একের পর এক ভিডিওতে বার্তা দিচ্ছেন বিশিষ্টরা।

সূত্র: জি নিউজ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা