রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:২০
শিরোনাম :

জরুরি ভিত্তিতে ভ্যান্টিলেটর-বেড রেডি করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক::

পাকিস্তানের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে বেড ও ভেন্টিলেটর বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলছেন, জনসাধারণের স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতের জন্য মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি জানান, এ সপ্তাহে চলমান লকডাউন পরিস্থিতি উন্নতি না হলে কঠোর লকডাউন জারি করা হবে।

সোমবার গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৮২৫ জন।

পাকিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উচ্চ সংক্রমণশীল এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে।

গত বছর করোনাভাইরাসে দেশটিতে ১৭ হাজার ১৮৭ জন মৃত্যুবরণ করেছিল। শনাক্ত হয়েছিল আট লাখেরও বেশি।

সূত্র: এপি

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা