রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৪
শিরোনাম :

করোনায় বিপর্যস্ত বিশ্ব, তবুও বেড়েছে সামরিক ব্যয়

অনলাইন ডেস্ক::

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বিশ্ব অর্থনীতি গেছে ধসের পথে। এদিকে এমন কঠিন সময়েও বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে সামরিক ব্যয়। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার (২৬ এপ্রিল) স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় দুই ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২.৬ শতাংশ বেড়ে ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অথচ এ সময় বিশ্বব্যাপী জিডিপি ৪.৪ শতাংশ সংকুচিত হয়েছে।

এ প্রতিবেদন যারা লিখেছেন তার মধ্যে একজন দিগো লোপেজ দ্য সিলভা জানান, এমন সঙ্কটময় সময়ের মধ্যে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি ছিল অপ্রত্যাশিত। তিনি বলেন, ‘করোনার কারণে অনেকের ধারণা হয়েছিল ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় হ্রাস পাবে।’

তিনি আরও জানান, ‘কিন্তু সেটা হয়নি, করোনা ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোন প্রভাব ফেলতে পারেনি।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা