শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

ইসরায়েলে সিনাগগে আগুন, দাঙ্গা

অনলাইন ডেস্ক::

ইসরায়েলের লড শহরের একটি সিনাগগে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় সিনাগগের সমনের সড়কের সারি সারি দাঁড়িয়ে থাকা গাড়িও ভস্মীভূত করে দেওয়া হয়। এদিকে আরবদের বহনকারী গাড়িতে পাথর নিক্ষেপ করে ইসরায়েলিরা। এতে করে শহরজুড়ে দাঙ্গা শুরু হয়েছে। খবর রয়টার্সের।

তেলআবিবের কাছে আরব-ইহুদি শহরটিতে দাঙ্গা সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, দেশটিতে বসবাস করা আরব সংখ্যালঘুরা সিনাগগটি অগুন ধরিয়ে দেন। ভস্মীভূত সিনাগগের প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে ধ্বংসস্তূপ থেকে তোরাহ সরিয়ে নিয়েছেন লোকজন।

আর আরব বাসিন্দারা বলছেন, তারা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, লডের সহিংসতা সামাল দেওয়ার জন্য তারা অধিকৃত পশ্চিম তীর থেকে সীমান্ত পুলিশের ১৬টি কোম্পানিকে তলব করেছেন।

লডের মেয়র ইয়ার রেভিভো বলেন, আমরা শহর ও সড়কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছি। সহিংসতায় এক আরব নাগরিক নিহত ও বহু আহত হয়েছেন। রাতে লড ও সংখ্যাগরিষ্ঠ আরব শহর থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পূর্ব জেরুজালেমের আল-জাররাহ পাড়া থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অবৈধ বসতি স্থাপনকারীদের চেষ্টার পর গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানি বেড়ে ৩৬ জন হয়েছে।

বুধবার (১২ মে) ভোরে শহরটিতে গাজা থেকে ছোড়া একটি রকেটের আঘাতে শহরটির ৫২ বছর বয়সী এক বাবা ও তার ১৬ বছর বয়সী কন্যা নিহত হয়, মেয়েটির মা গুরুতর আহত হয়েছেন।

১৯৬৬ সালের পর এই প্রথম ইসরায়েল সরকার একটি আরব অধ্যুষিত শহরে জরুরি অবস্থা জরি করল।

ইসরায়েলে ২১ শতাংশ আরব সংখ্যালঘু বাস করেন। আরব সংখ্যালঘুরা উত্তরাধিকারসূত্রে ফিলিস্তিনি হলেও ইসরায়েলের নাগরিক। তারা উসমানীয় ও ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টি হওয়ার পরও নিজেদের এলাকায় রয়ে গেছেন। তাদের অধিকাংশই আরবি ও হিব্রু ভাষায় কথা বলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা