বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৬
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চরফ্যাশন ও মনপুরায় নির্বাচনি সহিংসতায় নিহত ১, আহত ২৫

বিশেষ প্রতিনিধি::

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় সোমবার নির্বাচনি সহিংসতায় গুলিতে মো. মনির (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া এ দুই উপজেলায় শিশুসহ আহত হয়েছে আরও ২৫ জন। আহত ব্যক্তিদের চরফ্যাশন ও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই দুই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ খবর পাওয়া গেছে।

জানা গেছে, নির্বাচন ঘিরে আজ চরফ্যাশন উপজেলার শশীভূষন থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা কোয়াইট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় সংঘর্ষে ও গুলিবিদ্ধ হয়ে মো. মনির (২৩), রিতা (৪) ও তাসলিমা (১৫) নামের তিনজনসহ ১৫ জন আহত হয়। পরে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মনিরের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এনামুল হাসান জানান, মনিরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ আরও দুজন চিকিৎসাধীন।

অন্যদিকে, মনপুরা উপজেলার হাজীরহাট ও সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সংঘর্ষ ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এসব এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা