মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড়

বিশেষ প্রতিনিধি (বরগুনা)::

বরগুনার তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ,চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মো.ফয়সাল শিকদারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করার ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫ ) সকালে তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও তালতলী সাংবাদিক ফোরাম এর সদস্য দের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়। এদিকে পৃথকভাবে তালতলী সাংবাদিক ঐক্যজোট, রিপোর্টার্স ইউনিটির জরুরী আলোচনা সভায় মিথ্যা মামলা দায়ের করায় দ্রুত মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিকরা বলেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ফয়সাল শিকদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক মো. ফয়সালের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।

এছাড়াও সাংবাদিক ফয়সাল শিকদার আসামি হওয়ায় তালতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরাম তালতলী, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

সাংবাদিক মো. ফয়সাল শিকদার বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশ করায় তার বিরুদ্ধে দুর্নীতিবাজরা লেগেছিল। তালতলীর কিছু সংখ্যক দুর্নীতিবাজ তার শত্রু হওয়ায় তাকে ফাঁসাতে ওই চক্রটি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় ।

গত (১ লা ফেব্রুয়ারি ২০২৫) পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি আরাফাত শিকদারের ছুরিকাঘাতে পার্শ্ববর্তী শারিকখালি ইউনিয়নের মোটরসাইকেল চালক আরাফাত খান ইমন (২১) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়। ঘটনার সময় ফয়সাল শিকদার পঁচাকোড়ালীয়া বাজারে বিপিএল খেলা দেখছিল যার প্রমাণ বিভিন্ন সিসি ফুটেছে রয়েছে। এ বিষয়ে সাংবাদিক ফয়সাল শিকদার বলেন, আমি নিজেও এই হত্যাকান্ড নিয়ে আমার পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করেছি। কুচক্রী মহলের ইন্দনে এ মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে ৪নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা