সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
শিরোনাম :
রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড়

বিশেষ প্রতিনিধি (বরগুনা)::

বরগুনার তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ,চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মো.ফয়সাল শিকদারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করার ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫ ) সকালে তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও তালতলী সাংবাদিক ফোরাম এর সদস্য দের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়। এদিকে পৃথকভাবে তালতলী সাংবাদিক ঐক্যজোট, রিপোর্টার্স ইউনিটির জরুরী আলোচনা সভায় মিথ্যা মামলা দায়ের করায় দ্রুত মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিকরা বলেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ফয়সাল শিকদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক মো. ফয়সালের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।

এছাড়াও সাংবাদিক ফয়সাল শিকদার আসামি হওয়ায় তালতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরাম তালতলী, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

সাংবাদিক মো. ফয়সাল শিকদার বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশ করায় তার বিরুদ্ধে দুর্নীতিবাজরা লেগেছিল। তালতলীর কিছু সংখ্যক দুর্নীতিবাজ তার শত্রু হওয়ায় তাকে ফাঁসাতে ওই চক্রটি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় ।

গত (১ লা ফেব্রুয়ারি ২০২৫) পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি আরাফাত শিকদারের ছুরিকাঘাতে পার্শ্ববর্তী শারিকখালি ইউনিয়নের মোটরসাইকেল চালক আরাফাত খান ইমন (২১) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়। ঘটনার সময় ফয়সাল শিকদার পঁচাকোড়ালীয়া বাজারে বিপিএল খেলা দেখছিল যার প্রমাণ বিভিন্ন সিসি ফুটেছে রয়েছে। এ বিষয়ে সাংবাদিক ফয়সাল শিকদার বলেন, আমি নিজেও এই হত্যাকান্ড নিয়ে আমার পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করেছি। কুচক্রী মহলের ইন্দনে এ মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে ৪নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা