খোকন তালুকদারঃ
বরিশাল মুলাদীতে এক হাজার (১০০০) পিচ ইয়াবাসহ একজন নারী ও একজন পুরুষ আটক করলেন মুলাদী থানা পুলিশ।অফিসার ইনচার্জ জিয়াউল আহসা এর নিদের্শে তদন্ত অফিসার মোঃ ফয়েজ আহমেদ মৃধা এর নেতৃত্রে একদল চৌকষ পুলিশ অফিসারদের গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযানে মোসাঃ আসমা বেগম ও রাহাত সরদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। আসমা বেগম স্বামী জাকির আকন, সাং ছোট ছোট লক্ষ্মীপুর, সফিপুর ও রাহাত সদর, পিতা: আলমগীর সরদার, সাং- ব্রোজমোহন, সফিপুর।