তালুকদার খোকনঃ
৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে, মুলাদী উপজেলা জাতীয়পার্টির কর্তৃক আয়োজিত সাবেক সফল রাষ্ঠপতি জাতীয়পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের চেহলাম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ (শনিবার)। উক্ত চেহলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উপজেলা জাতীয়পাটির সভাপতি সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার হারুন অর রশিদ খান, সঞ্চালনায় উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক, পৌর কাউন্সিলার মো আরিফ হোসেন সরদার, অনুষ্ঠানে বক্ত্যবো রাখেন উপজেলা জাতীয় পাটি ও পৌরসভা জাতীয়পাটির সভাপতি সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির সম্পাদক, সুধীসমাজ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং উপজেলার সকল সাংবাদিক বৃন্দ; এ সময় সকল বক্ত্যরা জাতীয় পাটির চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের রুহের মাহফিরাত কামনা করেন এবং জাতীয় পাটির উন্নয়নের কথা তুলে ধরেছেন