ডেক্স রিপোর্ট:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে। কেউ যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকেও কেউ হস্তক্ষেপ করবে না।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন যেন নিরোপেক্ষ হয় কোনো প্রকার হস্তক্ষেপ যেন না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী পরিষ্কার ম্যাসেজ দিয়ে দিয়েছেন।’
রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই এই নির্বাচনে সন্দেহের কোনো অবকাশ নেই। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। বিএনপি তাদের জয়ের ব্যাপারে যথেষ্ট সন্দিহান, এবং বিজয়ী হতে পারবে না বলেই বিভিন্ন ধরনের নালিশ করছে।’