কুয়াকাটা প্রতিনিধিঃ
পর্যটন কেন্দ্র কুয়াকাটার ঝাউবন সংলগ্ন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
আজ শনিবার বিকেলে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা লাশটি পায়। পরে পেয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ কোনো জেলের লাশ হতে পারে বলে প্রাথমিক ধারনা করছি। লাশ ময়নাতদন্তে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।