বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৮
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

নরসিংদীর চরাঞ্চলে আগুনে পুড়লো দোকান, ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে কাজী ইলেকট্রনিক্সের গুদামঘরসহ একই মার্কেটের আরো ২ টি দোকান। ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার দূর্ঘম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের পাড়াতলী বাজারে। রোববার (৫ ডিসেম্বর) রাত আটটায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দোকানীদের দাবী।প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মামুনের ইলেকট্রনিক্সের গুদামঘরে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর পর মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে মামুন ইলেকট্রনিক্সের গুদাম ঘর, হেলাল মিয়ার কাপড় ও জুতার দোকান, এবং হাসেম মিয়ার কম্পিউটারের দোকানের আংশিক আগুনে পুড়ে যায়। পরে বাজারের দোকানীসহ আশে পাশের লোকজন এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময় কাজী ইলেকট্রনিক্সের গুদাম ঘরের ৩৮টি ফ্রিজ, ১৪টিভি, ৫টি মাইক্রো ওভেন, সিলিং ফ্যান পুড়ে যায়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবী।অপর দিকে হেলাল মিয়া কাপড় ও জুতা পুুরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তার দাবী। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিরউদ্দিন বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই আমাদের জানানো হয় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাই আমরা রাস্তা থেকে ফেরত চলে আসি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা