শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদীর চরাঞ্চলে আগুনে পুড়লো দোকান, ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে কাজী ইলেকট্রনিক্সের গুদামঘরসহ একই মার্কেটের আরো ২ টি দোকান। ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার দূর্ঘম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের পাড়াতলী বাজারে। রোববার (৫ ডিসেম্বর) রাত আটটায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দোকানীদের দাবী।প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মামুনের ইলেকট্রনিক্সের গুদামঘরে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর পর মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে মামুন ইলেকট্রনিক্সের গুদাম ঘর, হেলাল মিয়ার কাপড় ও জুতার দোকান, এবং হাসেম মিয়ার কম্পিউটারের দোকানের আংশিক আগুনে পুড়ে যায়। পরে বাজারের দোকানীসহ আশে পাশের লোকজন এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময় কাজী ইলেকট্রনিক্সের গুদাম ঘরের ৩৮টি ফ্রিজ, ১৪টিভি, ৫টি মাইক্রো ওভেন, সিলিং ফ্যান পুড়ে যায়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবী।অপর দিকে হেলাল মিয়া কাপড় ও জুতা পুুরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তার দাবী। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিরউদ্দিন বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই আমাদের জানানো হয় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাই আমরা রাস্তা থেকে ফেরত চলে আসি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা