মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

রায়পুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাছ ব্যবসায়ী নিহত ১ আহত ২

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের সাপমারা বাজারে ইট বোঝাই ট্রাক- ব্যাটারি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ১ গুরুতর আহত ২ নিহতের বাড়ি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে চিত্র নিরঞ্জন দাস (৬৫)। আহত নিহতের ভাই মনরঞ্জন দাস(৫০), অপর জন ব্যাটারি চালিত অটোরিকশার চালক একই ইউনিয়নের বেগমাবাদ গ্রামের মুরশিদ মিয়া(৩০)। সোমবার সকাল ৬ টার সময় সাপমারা বাজার চৌরাস্তা মোর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬ টার সময় আলগী বাজার থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাক নীলকুঠি দিখে যাত্রা করে। সাপমারা বাজার চৌরাস্তা মোর রেলক্রসিং এলাকায় আসার পর বেগমাবাদ থেকে রায়পুরা যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা কে সজুরে ধাক্কা দেয়। ঘটনা স্হলে ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ইট বোঝাই ট্রাক (ইছার মাথা) ধাক্কা লাগলে ব্যাটারি চালিত ইজিবাইকে থাকা মাছ ব্যবসায়ী চিত্ত রঞ্জন মাটিতে পড়ে যায়। পরে তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের সহোদর ভাই ও চালক গুরতর আহত হন। পরে আহতদেরকে স্হানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্হানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। রায়পুরা থানার উপপরিদর্শক মো আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা