সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬
শিরোনাম :
রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:

নরসিংদী রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলায় ভাংচুর অগ্নিসংযোগ,লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ সময় বাঁধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়। নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ।

নিহতের ভাসুর রিয়াজ মুর্শেদ খান ও তার স্বজনরা জানান, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আজ দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল সলামের ছেলে একাধিক মামলার আসামী সোহেল মিয়াসহ ১০/১২ জন ইউনিয়ন পরিষদ ও আমার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এসময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় একাধিক মামলার আসামী সোহেল ও তার লোকজন ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে থাকে। এমতাবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাঁধা দিতে এলে তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, গৃহবধূটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা