মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২

অনলাইন ডেস্ক::

ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হোসাইন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে জুলফিকার ও ফিরোজ হোসেন নামের আরও দুই কিশোর।

বুধবার (২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন ঝিনাইদহ শহরের বাইপাস মাঝিপাড়ার ফল ব্যবসায়ী মনিরুল ইসলামের ছেলে।

নিহতের বন্ধু আম্মার হোসেন জানান, বুধবার রাতে হোসাইনসহ পাঁচ বন্ধু মিলে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের স্কুল মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১০টার দিকে সেখানে গিয়ে বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে ওই এলাকার জিহাদী হোসেন নামে এক কিশোরের সঙ্গে হোসাইনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়।

পরে বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সমাধান হলেও রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে জিহাদীসহ ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে হোসাইন, জুলফিকার ও ফিরোজ নামের তিনজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হুসাইন ও জুলফিকারের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ মার্চ ) ভোরে হুসাইনের মৃত্যু হয়। আহত ফিরোজ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে ভর্তি আহত ফিরোজ বলেন, ‘যারা আমাদের ওপর হামলা করেছে তারা সবাই কিশোর। তারা একটি কিশোর গ্যাং চালায়। আমাদের ওপর ওই গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে।’

নিহতের মা লিপি বেগম বলেন, ‘আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই।’

ঝিনাইদহ সদর থানার এসআই জাকারিয়া হাওলাদার বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় যারা জড়িত, তাদের আটকে অভিযান চালানো হচ্ছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা