সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

মাকে অজ্ঞান করে আড়াই মাস বয়সী শিশুকে হত্যা: পিতা ও দাদা-দাদী আটক

নিজস্ব প্রতিবেদক::

দিনাজপুরের বোচাগঞ্জে আড়াই মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে পিতা ও দাদা-দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করে পুলিশ। এর আগে সকালে বাড়ীর পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ পানিতে ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শিশুর নাম মোছা. সুমাইয়া। সে ১নং নাফানগর ইউনিয়নের ডহরা (মেম্বার পাড়া) গ্রামের মো. সোহেল রানা ও মোছা. মাশতুরা বেগম দম্পতির মেয়ে।
জানা যায়, গতকাল রবিবার মা মাশতুরা বেগম সুমাইয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় ২/৩ জন ব্যক্তি ঘরে ঢুকে তাকে অজ্ঞান করে শিশুটির মুখে কাপড় পেঁচিয়ে নিয়ে চলে যায়। আজ সোমবার সকালে বাড়ীর পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন তার দাদী রিনা বেগম। ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ পারভেজ

সাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় অপারাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, শিশু হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় আনা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা