মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

রংপুরে ৩ লাখ পরিবার পাবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক::

রমজান উপলক্ষে রংপুরের ২ লাখ ৮৭ হাজার পরিবারকে দুই দফায় ন্যায্যমূল্যে দেওয়া হবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য।

চলতি মাসের ২০ তারিখে প্রথম দফায় দুই কেজি করে তেল, চিনি, ডাল ও ছোলা দেওয়া হবে। আবার রোজা শুরুর পর দ্বিতীয় দফায় আরেকবার দেওয়া হবে সমপরিমাণ পণ্য।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি কষ্টে ফেলেছে অভাবী জনপদ রংপুর অঞ্চলের নিম্নআয়ের মানুষকে। পরিস্থিতি মোকাবিলায় সরকার টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে কিছুপণ্য খোলা ট্রাকে করে বিক্রি শুরু করলে ট্রাকের পিছু নেয় অনেক মানুষ। দীর্ঘ অপেক্ষার পর ছোটাছুটি-হুড়োহুড়ি করেও অনেকের ভাগ্যেই জোটেনি টিসিবির পণ্য।

এ অবস্থায় প্রকৃত উপকারভোগীদের হাতে এসব পণ্য পৌঁছে দিতে এবার ইউনিয়ন পর্যায়ে ২ লাখ ৮৭ হাজার কার্ড তৈরির কাজ করছে প্রশাসন।

এ ব্যাপারে টিসিবির সহকারী কার্যনির্বাহী জামাল উদ্দিন বলেন, ‘আমাদের কাজ কেবল পণ্য পৌঁছে দেওয়া। এরপরে বিতরণ থেকে শুরু করে আনুষঙ্গিক সব কাজ জেলা প্রশাসনের আওতায় পড়ে।’

এদিকে টিসিবির পণ্যের কালোবাজারি রোধ এবং সঠিক ওজন নিশ্চিত করতে সব পণ্য প্যাকেটজাত করে বিশেষ সিলমোহর ব্যবহার করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘এবার আমরা চিনি, ডাল ও ছোলাও প্যাকেটজাত করে বিক্রি করব। এতে টিসিবির পণ্য কেউ কালোবাজারি করতে পারবে না।’

টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলে নিত্যপণের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা প্রশাসক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা