মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রংপুরে ৩ লাখ পরিবার পাবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক::

রমজান উপলক্ষে রংপুরের ২ লাখ ৮৭ হাজার পরিবারকে দুই দফায় ন্যায্যমূল্যে দেওয়া হবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য।

চলতি মাসের ২০ তারিখে প্রথম দফায় দুই কেজি করে তেল, চিনি, ডাল ও ছোলা দেওয়া হবে। আবার রোজা শুরুর পর দ্বিতীয় দফায় আরেকবার দেওয়া হবে সমপরিমাণ পণ্য।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি কষ্টে ফেলেছে অভাবী জনপদ রংপুর অঞ্চলের নিম্নআয়ের মানুষকে। পরিস্থিতি মোকাবিলায় সরকার টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে কিছুপণ্য খোলা ট্রাকে করে বিক্রি শুরু করলে ট্রাকের পিছু নেয় অনেক মানুষ। দীর্ঘ অপেক্ষার পর ছোটাছুটি-হুড়োহুড়ি করেও অনেকের ভাগ্যেই জোটেনি টিসিবির পণ্য।

এ অবস্থায় প্রকৃত উপকারভোগীদের হাতে এসব পণ্য পৌঁছে দিতে এবার ইউনিয়ন পর্যায়ে ২ লাখ ৮৭ হাজার কার্ড তৈরির কাজ করছে প্রশাসন।

এ ব্যাপারে টিসিবির সহকারী কার্যনির্বাহী জামাল উদ্দিন বলেন, ‘আমাদের কাজ কেবল পণ্য পৌঁছে দেওয়া। এরপরে বিতরণ থেকে শুরু করে আনুষঙ্গিক সব কাজ জেলা প্রশাসনের আওতায় পড়ে।’

এদিকে টিসিবির পণ্যের কালোবাজারি রোধ এবং সঠিক ওজন নিশ্চিত করতে সব পণ্য প্যাকেটজাত করে বিশেষ সিলমোহর ব্যবহার করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘এবার আমরা চিনি, ডাল ও ছোলাও প্যাকেটজাত করে বিক্রি করব। এতে টিসিবির পণ্য কেউ কালোবাজারি করতে পারবে না।’

টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলে নিত্যপণের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা প্রশাসক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা