রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরা উপজেলার বিএনপির সাবেক এমপি মরহুম আব্দুল আলী মৃধার স্বরণে গতকাল ২২ ই এপ্রিল রোজ শুক্রবার পৌরসভার মাঠ প্রাঙ্গণে উপজেলার সকল ইউনিয়নের বিএননপির সাবেক পরীক্ষিত সৈনিকদের অংশগ্রহনের মাধ্যমে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃআমির হোসেন,মোঃহান্নান মোল্লা,শফিকুল ইসলাম রফিক,ফাইজ উদ্দীন,আলাল উদ্দিন মৃধা,রমিজ উদ্দিন ফকির, আসিকুজ্জামান চন্দন,আমিরুল হক লিটন,সরুজ মিয়া,এম এন জামান, মোবারক হোসেন কবির,পলাশ,বদিওজামান,মুমিন মেম্বার, কামরুল হাসান টিপু, দানা মিয়া, জুলহাস মেম্বার,বাচ্চু মিয়া, ও আলমগীর চৌধুরীসহ আরও অনেকে।