বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বসত ঘরে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রায়পুরা প্রতিনিধি ::
নরসিংদী রায়পুরায় বসত ঘরে আগুন লাগিয়েছে তোফাজ্জল মিয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল বিকাল আনুমানিক ৫.৩০ মিনিটের দিকে রায়পুরা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের শওকত আলীর বসত ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটে। তোফাজ্জল মিয়া কান্দাপাড়া এলাকার মৃত মোসলেম মিয়ার ছেলে। এতে শওকত মিয়ার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছেন বলে জানান তার স্ত্রী। শওকত আলীর স্ত্রী সাংবাদিকদের জানান, আমার স্বামী কাজের সন্ধানে বাহিরে থাকেন। আর আমার স্বামী একজন দিনমজুর। আমার ১ টি ছেলে ও ১ টি মেয়ে নিয়ে বাসায় থাকি। তবে গত ঈদের আগের দিন শিশুদের নিয়ে ঝগড়া হয় তোফাজ্জল মিয়ার সাথে ঝগড়ার সময় তোফাজ্জল মিয়া আমার বসত ঘর পুরে ফেলার হুমকি দেন। এবং তাছাড়া আমার বোনের মেয়ের সাথে গত দুবছর আগে তোফাজ্জল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর এই বিয়ের মধ্যে আমার স্বামী ও আমি মত ছিলোনা তারই জের ধরে গতকাল বিকালে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে আমার ঘরে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এবং তিনি আরোও বলেন, আমার পরিবারের সুরক্ষার জন্য প্রশাসনের নিকট এর বিচার দাবী করছি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা