রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২০
শিরোনাম :
ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী

ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার

মোঃ পারভেজ সিকদার (বরিশাল)ঃ

স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো জমকালো ৪র্থ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫। আর এই আয়োজনে ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত জনপ্রিয় ম্যাজিশিয়ান ও কমেডি পারফরমার রাশেদ শিকদার তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে অর্জন করলেন ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড।

২৫শে জুলাই শুক্রবার রাতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনটি বাস্তবায়নে ছিল ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠানে ‘বাংলার মিস্টার বিন’ হিসেবে পরিচিত রাশেদ এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ ও ময়ূরপঙ্খীর চেয়ারম্যান জনাব রুহিত সুমন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে রাশেদ সিকদার বলেন, “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যিই আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। এ সম্মান শুধু আমার শিল্পীসত্তার জন্য নয়, এটি আমার দীর্ঘদিনের সাধনা, পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসার এক অনন্য স্বীকৃতি। এই পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে—আরও মন ছুঁয়ে যাওয়া পারফরমেন্স উপহার দেওয়ার জন্য।”

উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা স্বারক প্রদান করা হয় সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ-কে। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের প্রতি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা