অনলাইন ডেস্ক::
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশেই টিকা উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সোমবার (০৮ মার্চ) ঢাকায় আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশেই টিকা উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশেই করোনার টিকা (ভ্যাকসিন) তৈরি করতে হবে। আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে যা প্রয়োজন আমাদের নির্দেশনা দিয়েছেন সেটি করার জন্য। সেই কাজও আমরা শুরু করে দিয়েছি।
দেশে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। দেশে কোভিড ঊনিশ শনাক্তের বছর পার করার দিনে ৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনার আরও একটি মৃদু ঢেউ আসতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে কোভিড ১৯ শনাক্ত হয়। এরপর স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা আর চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ এখন টিকার হাত ধরে আশা জাগাচ্ছে মহামারি নিয়ন্ত্রণের।
তবে কোভিড থেকে মুক্তির জন্য এখনো যে অনেক পথ পাড়ি দেয়া বাকি সে ইঙ্গিতই যেন দিলো করোনা শনাক্তের বছর পার করার দিনটি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সব সূচকে হঠাৎই ফের ঊর্ধ্বমুখী। সবশেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮৪৫ জন, যা গত ১৩ জানুয়ারির পর সর্বোচ্চ। আর একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন যা ২৪ ফেব্রুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।
দেশে করোনা শনাক্তের বছর পার করার দিনে বাংলাদেশের সাফল্য ও চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, করোনার গতিপ্রকৃতি নিয়ে এখনো নজর রাখতে হবে। তাগিদ দেন গবেষণা বাড়ানোর। সতর্ক করেন সামনে কোভিডের আরেকটি মৃদু ঢেউয়ের ব্যাপারে।
টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন বক্তারা।