বিশেষ প্রতিনিধি:
চলতি মৌসুমে রাজশাহীতে শুরু হয়েছে নানা জাতের সুমিষ্ট আমের বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশ চড়া। আর বিক্রেতারা বলছেন, আমের সরবরাহ কম থাকায় দাম বেশি।
রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাট। গুটি, গোপালভোগ, ক্ষিরসাপাত, লখনা, আশ্বিনা আম বাগান থেকে পেড়ে বিক্রির জন্য আনা হচ্ছে এখানকার আড়তে। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর প্রায় অর্ধশত আমের আড়ত। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, আমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।
এই অঞ্চলের আম সুমিষ্ট হলেও সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি বলে জানান ক্রেতারা।
কুরিয়ার সার্ভিস, ট্রাক ও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আম বিক্রি করছেন আড়তদাররা।
প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে ৪০-৪৫ লাখ টাকার আম কেনাবেচা হচ্ছে বলেও জানান তারা।