বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৫
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স::

প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এটি নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। বলেন, আগামীতে টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকবে না। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার দেওয়া হবে। সেই টাকা আলাদা করে রাখা হয়েছে। দেশের জনগণের এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই।
পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা পৌঁছানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অবশেষে খুলতে চলেছে করোনা টিকার জট। গতরাতে ও শনিবার (০৩ জুলাই) ভোরে চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা এখন ঢাকায়। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার সাড়ে ১২ লাখ টিকাও ঢাকায় পৌঁছায় রাতে।
ভ্যাকসিন উপহার পাওয়ার পর যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, আগস্টে ভারতের সেরাম থেকে দেশে আসতে পারে ভ্যাকসিন। ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে ১০ কোটি টিকা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ব্যাপারেও আশাবাদী। আগস্টে ভারত থেকে আসতে পারে সেরামের টিকা।

এ সময় মহামারি মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভিড মিলার।
ভ্যাকসিনেশন কার্যক্রমে দুর্দান্ত সূচনা করেও টিকা নিয়ে সংকটে পড়ে বাংলাদেশ। প্রায় তিন মাস পর কাটতে চলেছে সেই অচল অবস্থা।
মডার্নার টিকা সংরক্ষণ করতে হবে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় আর সিনোফার্মের ২ থেক ৮ ডিগ্রিতে।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় কোভ্যাক্স থেকে পাওয়া যুক্তরাষ্ট্রের দেওয়া মডার্নার টিকা বহনকারী এমিরেটসের বিমানটি। এ টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভিড মিলারসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এর ঘণ্টা খানিক পরেই চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম দফার প্রথম চালান পৌঁছায় বিমানবন্দরে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা