মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আড়াই লাখ ইয়াবা, বাবা-ছেলে আটক

বিজলী ডেস্ক::

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই লাখ ৬৮ হাজার ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৬ আগস্ট) র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের মেজর এইচ এম পারভেজ আরেফীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে উখিয়ার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই ব্যক্তির ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় চালাব মজুদের খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক এক ব্যক্তির ঘরে তল্লাশী চালিয়ে কিছুই পাওয়া যায়নি।
পরে অপর ব্যক্তির ঘরে তল্লাশি করে মেঝের নিচে দুই জায়গায় কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ৬৮ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় ঘরে থাকা বাবা-ছেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় মিয়ানমারের কিছু মুদ্রা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর পারভেজ আরেফীন।
এদিকে রামুতে কোমল পানীয় বোতলে বিশেষভাবে লুকানো ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রামুস্থ বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক এতথ্য জানিয়েছেন।

তিনি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ পাওয়া যায়।
শুক্রবার সকালে মরিচ্যা যৌথ চেকপোস্টে গিয়ে মরিচ্যা বাজার ও মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করেন। এরপর সকাল ৯টার দিকে ঢাকা থেকে টেকনাফ পটেটো চিপস এবং চানাচুর নিয়ে আসা একটি কাভার্ডভ্যান ফিরতি পথে (চট্ট মেট্টো ট-১১-৫৬৬২) কে থামানো হয়।
বিজিবি অধিনায়ক বলেন, কাভার্ড ভ্যানের চালক মো. শরিফ উল্লাহ ও হেলপার সাদ্দাম হোসেনকে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দুইজনই তা অস্বীকার করে। পরে বিজিবি সদস্যরা ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করা হলে চালকের কেবিনের মধ্যে বিশেষভাবে (কোমল পানীয়র বোতলের মধ্যে) লুকায়িত অবস্থায় ১৫টি বোতলে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে চালক স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে পটেটো চিপস, চানাচুর নিয়ে টেকনাফ এসেছিলেন এবং ফেরার পথে তিনি টাকার জন্য ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিলেন। আটককৃত আসামি, ইয়াবা ট্যাবলেট, কাভার্ডভ্যান ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি লে. কর্নেল ইব্রাহীম ফারুক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা