মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

রাজধানীর মধ্যবাড্ডা একটি বাসায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে

বিজলী ডেক্স::

রাজধানীর মধ্যবাড্ডা বড় টেকপাড়া এলাকার একটি বাসায় সুরভী আক্তার (২৬) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরভীর বাড়ি পিরোজপুর কাউখালী উপজেলার। স্বামী টাইলস মিস্ত্রী সানাউল ইসলাম কামালের সঙ্গে বড় টেকপাড়া নওয়াব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। আহাদ (২) নামে এক ছেলেসন্তান রয়েছে তাদের।

হাসপাতালে কামাল জানান, সকালেই সন্তানসহ তার গ্রামের বাড়ি বরগুনার আয়লায় যাওয়ার কথা ছিল তাদের। সে জন্য রাতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। তিনি সকালে ঘুম থেকে উঠে দেখে সুরভী বমি করছে।
তখন তাকে জিজ্ঞেস করলে সে নিজেই জানায়, ইঁদুর মারার বিষ পান করেছে সে। তখন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সুরভীর বড় ভাই মো. সৈকত অভিযোগ করে বলেন, কামাল প্রতিদিন সুরভীর সঙ্গে ঝগড়া করত। বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে টাকা-পয়সা আনার জন্য চাপ দিত তাকে। সেই ঝগড়াঝাঁটির জের ধরে সে কীটনাশক পান করতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা