নিজস্ব প্রতিবেদক::
ভোলা বোরহানউদ্দিন থানা পুলিশ প্রতারণা মামলায় চম্পা বেগম (৩৫) নামের এক মহিলাকে আটক করেছেন।
বৃহস্পতিবার দুপুর দেরটার দিকে উপজেলার টবগী ৩নং ওয়ার্ড হতে থানা পুলিশ তাকে আটক করেন।
সূত্র মতে, মুজাহিদ বিল্লা নামে এক ব্যক্তির কাছ হতে ৫ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে চম্পা বেগম। এতে মুজাহিদ কোর্টে প্রতারণা মামলা করেন এ নারীর বিরুদ্ধে। পরে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে চেক জালিয়াতির একাধিক মামলা রয়েছে। চম্পা বেগম টবগী ৩নং ওয়ার্ডের মজিবুল হকের স্ত্রী।
বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাজহারুল আমিন জানান, প্রতারণা মামলায় চম্পা বেগম নামের এক নারী কে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।