রবিবার, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০৫
শিরোনাম :
নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন। জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।।

রায়পুরায় নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুরা প্রতিনিধি (শফিকুল ইসলাম) :

নরসিংদী রায়পুরায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন। আজ (সোমবার) সকালে রায়পুরা থানার উদ্যোগে রায়পুরা থানার মাঠ প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত করা হয়। এসময় নতুন ওসি বলেন, রায়পুরা উপজেলা থেকে চাঁদাবাজ, মাদক ব্যবসা, জোয়ারী ও চরাঞ্চলের টেঁটাযুদ্ধ নিরসনে আইনশৃঙ্খলা পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন। এই মত বিনিময় সভা অনুষ্ঠানে আইজিপি পদকপ্রাপ্ত ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুরা সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। এসময় আরও উপস্থিত ছিলেন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, রায়পুরা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি সাধন দাস, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, মহেশপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ, শ্রীনগর সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার, চরসুবুদ্ধি ইউপির চেয়ারম্যান হাজী মোঃ নাসির উদ্দিন,রাধানগর ইউপির চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম (তপন), সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা