নিজস্ব প্রতিবেদক::
রাজধানীর কাফরুল থানা ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ১৪ ও ৯৪ নং ওয়ার্ড ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শাওন আল কামাল, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন খান, ৯৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল দিপু ও সিনিয়র সহ-সভাপতি মাহিন হাসান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
ফুলেল শ্রদ্ধা জানানোর পর এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আশিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাহিন আহমেদ বলেন, আমরা জাতির জনকের আদর্শ বাস্তবায়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করবো।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর কাফরুল থানা ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ১৪ ও ৯৪ নং ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়।