মুলাদী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারা দেশে গনটিকা কার্যক্রমের অংশ হিসেবে মুলাদীতেও মানুষের সতস্ফুর্ত অংশ গ্রহনে টিকা গ্রহন সম্পন্ন করেছে সাধারন মানুষ। গতকাল মঙ্গলবার মুলাদী উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়। মুলাদী সদর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুল আহসান ১৫শত মানুষের মাঝে টিকা দান কার্যক্রমের উদ্ভোধন করেন। এসময় তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, শুধু টিকা গ্রহন করেই নয় করোনা প্রতিরোধে সচেতন থেকে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করতে হবে। সকাল ১০.৩০মিনিটে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনী মুলাদী ইউনিয়ন পরিষদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও চরকালেখান ইউনিয়নের লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১.৩০মিনিটে গনটিকাদান কেন্দ্র পরিদর্শন করেন চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মিরাজুল ইসলাম সরদার। অপরদিকে উপজেলার বাটামারা ইউনিয়নেও গনটিকাদান কার্যক্রমের উদ্ভোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ ইউনিয়নও ১৫শত মানুষের মাঝে গনটিকা দেয়া হয়।