বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো হামাস

অনলাইন ডেস্ক::

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা নতুন চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি টিভি চ্যানেল ‘কুদস’ এক প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর দিয়েছে রেডিও তেহরান।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরোধ আন্দোলনের সক্ষমতা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এটি ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়।

তবে নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

এর প্রায় এক সপ্তাহ আগে ইসরাইলের চ্যানেল-টুয়েলভ দাবি করে, হামাস সাগর উপকূল থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অবশ্য কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন।

সে সময় তিনি বলেন, দখলদার ইসরায়েলকে ঠেকাতে হামাসের কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে।

প্রসঙ্গত, গত মে মাসের গোড়ার দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। এ সংঘর্ষে অন্তত ২৪০ জন মারা গেছেন। নিহতদের বেশির ভাগই মারা গেছেন গাজায়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা