শেখর হালদার::
আজ ২৩ অক্টোবর সকাল ১০ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ হিন্দু, খৃষ্টান,বৈদ্য,ঐক্য, পরিষদ বরিশাল জেলা ও মহানগরের নেতৃত্বে প্রতিকি অনশন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিগত দূর্গা পুজার সময় দেবী দূর্গার মন্দিরে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির বাড়িঘরে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সবাইকে অবাক করে দেয়। ইসকন মন্দিরে হামলায় নিহত ও আহত হওয়ার মতো ঘটনা সারা বিশ্বের বিবেকবান মানুষকে ভাবিয়ে তুলছে। সাথে সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠছে বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে বিশেষ করে ভারত আমেরিকা রাশিয়ার মত পৃথিবীর বৃহৎ গনতান্ত্রিক রাষ্টগুলোতেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় টাউন হলে প্রতিকি অনশন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয় পুর্ব নির্ধারিত সময়ে। বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুরন্জিত দত্ত লিটুর সঞ্চালনায় সমাবেশ আরম্ভ হয়। সমাবেশ স্থলে বরিশাল জেলা ও মহানগরের সকল মন্দির থেকে শত শত লোক বিভিন্ন হাতে লেখা পোষ্টার নিয়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়। উক্ত প্রতিকি অনশনে বিভিন্ন উপজেলা থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ ধর্মীয় সংগঠনের লোক এসে উপস্থিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন (সুরন্জিত দত্ত লিটু )ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট। (ভানু লাল দে) ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট। জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক (মানিক মূখার্জী, ) এ্যাডভোকেট( হিরন কুমার দাস মিঠু)। মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি (তমাল মালাকার,) সাধারন সম্পাদক (চঞ্চল দাস ) যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সভাপতি (চন্দন দাস), সাধারন সম্পাদক (কমল দাস ) যুগ্ন সাধারন সম্পাদক (শেখর হালদার) সহ অন্যান্ন নেতৃবৃন্দ। বক্তারা সকলেই বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা উপহার দিয়েছেন সেখানে কোন সাম্প্রতিকতার স্থান হবে না।
জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উচু করে দাড়িয়েছে তখনই কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা দেশের ভিতরে এক নৈরাজ্য সৃষ্টি করতেছে। বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন আপনি একজন বিচক্ষন রাষ্ট পরিচালক। আমরা আশা করব এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তি নিশ্চিত করবেন। সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক হয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।