শেখর হালদার ::
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (৪৩) তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মশিউল আলম খাঁন (পলাশের) নেতৃত্বে একটি আনন্দ মিছিল নগরীর প্রধান সড়ক হয়ে অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উক্ত আনন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন মশিউল আলম খাঁন পলাশ সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বিশেষ করে মিছিলে অংশগ্রহনকারী নেতৃবৃন্দের মধ্যে ছিল মোঃ মোফাজ্জেল হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ সাকলাইন মুস্তাক, সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিফা, মোঃ শাকিল আহম্মেদ, সাইফুল ইসলাম, মোঃ নুরুল হুদা পুন, নাজমুল শাকিব, সারওয়ার, আসাদুজ্জামান সুজন, ইমরান, বিপ্লব, সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করতে গেলে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সুত্রপাত হয়।