শেখর হালদার::
হেমন্তের সন্ধ্যা যতই ঘনিয়ে আসে। নগরবাসী যখন তাদের অফিস শেষে বাসায় ফিরে আসে হালকা থেকে মাঝারি শীত যখন মানুষকে আকড়ে ধরে। তখনই পরিবারের সবাইকে নিয়ে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এমনই এক চিত্র দেখা গেল নগরীর শীতলা খোলা মোড়ে রাস্তায় ভ্যানে করে মধ্য বয়সী এক নারী পিঠা বিক্রি করতেছে।নাম তার হাজেরা বেগম স্বামী আর তিন সন্তানকে নিয়ে পিঠা বিক্রি করে সংসার পরিচালনা করতেছে। হাজেরার জীবন এক সংগ্রামী ইতিহাস ও কর্মময় যিনি সব সময় পরিশ্রম করে জীবন যাপন করতেছে।আমরা সমাজের সচেতন প্রতিটি মানুষ যদি নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করে এই মানুষটির কথা চিন্তা করি তাহলে অবশ্যই উপলব্ধি করতে পারব, এবং দরিদ্রের কষ্টটা বুঝতে পারব যেটি সমাজের জন্য এক অনন্য উদাহরন হয়ে থাকবে।