শেখর হালদার ::
সুন্দর এই পৃথিবীতে মানুষ রুপে যখন সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন তখন কেউ কোনদিন ভাবতে পারেনি আগামীর আগত দিনগুলো কেমন কাটবে। বাড়ি, ঘাড়ি,টাকা, পয়সা, আত্নীয়, স্বজন, প্রতিবেশি, বন্ধু বান্ধব সবাই একদিন নিজের কাছ থেকে ফাঁকি দিয়ে চলে যাবে। থাকবে শুধু নিজের কর্মের মুল্যায়ন যেটা মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। এই সমাজের মানুষের মতই (মরন) একজন সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি অসহায় জীবন যাপন করতেছে আমি সমাজের বিত্তবান মানুষের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের অবস্হান থেকে সহযোগিতা করলে হয়ত মরন আবার স্বাভাবিক ভাবে আমাদের মাঝে কাটাতে পারবে জীবনের বাকী দিনগুলো।