বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বাকেরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল করেন ভূমি দস্যুরা ঐ জমি উদ্ধারের জন্য ১৮৮ ধারা জারী

ডেক্স িরিপোর্ট::
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল কাদের সিকদারের বাড়ী কবস্থানের পার্শ্ববতী জমি ২১-১২-২০২১ রোজ মঙ্গলবার সকাল ৬ টায় ১৪৪/১৪৫ ধারা অমান্য করে আদালতে মামলা চলমান অবস্থায় ও দখল করে হালচাষ করেন ভূমি দস্যু মোখলেছ ও হাবিব বাহিনী মিলে। ঐ ঘটনার
জেরে একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় জমির মালিক ২২-১২-২০২১ রোজ বুধবার আব্দুল রাজ্জাক বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোখলেছ হাং, হাবিব হাং, জামাল হাং, ইউসুফ সহ অজ্ঞাত নামা ৫-৬ জনকে বিবাদী করে দন্ডবিধির আইনের ১৮৮ ধারা বিধান আইনগত ব্যবস্থা গ্রহন করে জমি ফের উদ্ধারের জন্য আদালতে ন্যায় বিচার চায়। বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন মামলা চলমান।

(উক্ত জমির তফসিল পরিচয়)
১। জেলাঃ বরিশাল, থানাঃ বাকেরগঞ্জ, মৌজাঃ বিরঙ্গল, জে.এল নং ০১, অত্র খতিয়ান নং ২৮১, অত্র দাগ নং- ২১৯৭, ২১৯৮, মোট জমির পরিমাণ ৪৪ শতাংশ। উহার মধ্যে ২২.০০ শতাংশ বিরোধীয় সম্পত্তি। ২। জেলাঃ বরিশাল, থানাঃ বাকেরগঞ্জ, মৌজাঃ বিরঙ্গল, জে.এল নং ০১, অত্র খতিয়ান নং ৫৩৪, অত্র দাগ নং- ২৩৫, ২১৯৬, ২১৩৯, মোট জমির পরিমাণ ৬৭ শতাংশ। উক্ত জমির উপরে ১৮৮ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ জারী করেছেন এবং থানাকে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন যাহার মামলা নং- ১০৭/৩০- ০৬-২০২১ ইং ১৮৮ জারীর স্বারক নং- ৩৯৫২ তাং ২২-১২-২০২১ আদেশ মোতাবেক বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর মাইনুলকে পাঠানো হয়েছে জমিতে হালচাষ করার ঘটনার প্রমান পাওয়া গেছে বিবাদীরা ১৪৪ / ১৪৫ ধারা ও আদালতের নির্দেশ অমান্য করেছেন মামলা চলমান।

অপর দিকে বিবাদীরা বাদী আব্দুল রাজ্জাক সহ কারেদ সিকদারের পরিবারের ঘর-বাড়ী পুড়িয়ে ও জালিয়ে দেওয়ার ও খুন জখমের হুমকি দিয়ে আসছে মোখলেছ ও হাবিব সন্ত্রাস বাহিনী। এর আগেও ১৮-০৬-২০২১ ইং কাদের সিকদারের কবরস্থান এর জায়গা দখল করার চেষ্টা করেছিলেন এবং খুন জখমের হুমকি দিয়েছেন অন্য দিকে জমির মালিক আব্দুল রাজ্জাক বাদী হয়ে মামলা করার পর পরই মোখলেছ ও হাবিব সন্ত্রাস বাহিনী গত ০২-০৭-২০২১ তাং রাজ্জাকের উপরে অমানসিক হামলা চালায় প্রসাশনের সামনে এতে আব্দুল রাজ্জাক মারাত্মক অবস্থায় ১২ দিন সে.বা.চি.ম হাসপাতালে ভর্তি ছিলেন। এখনো পর্যন্ত বিবাদীদের ভয়ে জিবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছেন জমির মালিক আব্দুল রাজ্জাক ও তার স্বাক্ষীগন। এদিকে জাল দলিলের বলে জমি দখল করার চেষ্টা করতেছেন ও খুন জখমের চেষ্টা চালাচ্ছেন মোখলেছ ও হাবিব সন্ত্রাসী বাহিনীরা মামলা চলমান। এ বিষয় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। চলবে আগামী
পর্বে…………?

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা