মুলাদী প্রতিনিধি::
মুলাদীতে কোমলমতি শিক্ষার্থীদের সু-শিক্ষা দানের লক্ষে গড়ে ওঠা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড কেয়ার স্কুলে বার্ষিক অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। চাইল্ড কেয়ার স্কুলের চেয়ারম্যান খাদিজা আক্তার রিতার সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অসি তদন্ত সমীর কুমার দাস, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, চরলক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ, শহিদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, ইসলামী ব্যাংক মুলাদী শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন সহ অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চাইল্ড কেয়ার স্কুলের অধ্যক্ষ ও পরিচালক মোঃ হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মোঃ ইমরুল হাসান সিপু।