শেখর হালদার::
তথ্য প্রযুক্তির এই যুগে সব কিছু যেমন হাতের কাছে সহজলভ্য হয়েছে তেমনি সমাজের কিছু অসাধু লোক এটাকে নিজেদের ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিনিয়ত অপরাধে জড়িয়ে পড়ছে। গত ১৬/০১/2022 তারিখ সকালে আফরিন আক্তার (অন্নি) সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে আর বাসায় ফেরেনি। মেয়ের বাবা মোঃ হুমায়ুন কবির নোমান বিভিন্ন যায়গায় খোঁজ নিয়ে মেয়ের কোন সন্ধান পাননি। সর্বশেষ ২০/০১/২০২২ তারিখ কোতয়ালী মডেল থানায় হাজির হয়ে একটি সাধারন ডায়েরি করেন যহার নং (১০৮৯) সরোজমিনে প্রতিবেদকের সাথে মেয়ের বাবার সাথে কথা হলে তিনি অভিযোগ করেন মিরাজ নামের একটি ছেলের সাথে তার মেয়ে চলে গিয়াছে। মিরাজের বাবার সাথে কথা বললে তিনিও অভিযোগ করেন আমিও আমার ছেলেকে খুজেঁ পাইনা। মিরাজের বাবাও ছেলের জন্য থানায় সাধারন ডায়েরি করেছে।কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি মিরাজ তার নিজের হাতে লেখা একটি চিঠিতে ক্যামেরা চুরির কথা অকপটে স্বীকার করেছে। ক্যামেরার মালিক একাধিক বার মিরাজের বাবার সাথে ক্যামেরাটি পাওয়ার জন্য আবেদন করলে তিনি কথায় কর্নপাত করেনি। প্রশাসনের কাছে আবেদন থাকবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হোক। একটি বিশ্বস্ত সূত্রে যানা গিয়াছে মিরাজ নামের ছেলেটি মিঠুনের একটি ফার্মে কাজ করতো মিঠুনের কাছে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন আমি মিরাজের পরিবারকে ক্যামেরার জন্য প্রতিনিয়ত চাপ দিতেছি কিন্তু তাতে কোন ফল পাইনি।