স্টাফ রিপোর্টার, বরিশাল::
বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি নিরব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক সোহেল শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজসহ সকল নির্বাচিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও খান ট্রেডিং’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান খান বলেন, সদস্যরা আমাকে ভালবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
তাই আমি এই সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার যথাসাধ্য চেষ্টা করব। আমার সকল সহকর্মী ভাইদের সুখে-দুখে সব সময় তাদের পাশে থাকবো। আজ থেকে তারা আমার আপনজন। তিনি বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শপথ গ্রহণ শেষে জমকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারী বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতি নির্বাচন ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়। ৭ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে সভাপতি পদে বিপুল ভোট পেয়ে নিরব হোসেন ও সাধারণ সম্পাদক পদে ঘরি মার্কার প্রার্থী এবং খান ট্রেডিং’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান বিজয়ী হন।
সভাপতি পদে নিরব হোসেন পেয়েছেন ১৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী পেয়েছেন ৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান খান পেয়েছেন ১৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার মিন্টু পেয়েছেন ৬৫ ভোট। এছাড়াও বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক সোহেল শিকদার, সহ-সাংগঠনিক রাজিব।