বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

আদালতে মামলা করায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন

বিশেষ প্রতিনিধি::

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালি ইউনিয়নে চৈতা নামক স্থানে জালাল মোল্লা কর্তৃক মিথ্যা মানববন্ধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, মির্জাগঞ্জ থানার চৈতা মৌজার জে.এল.নং১,এস.এ খতিয়ান নং-৩১৩, দাগ নং-১৮৩৬/১৮৩৭/১৮৩৮/১৮৩৯/১৮১৫/১৮১০/১৮০৯১৮১০/১৮১৯/১৮২১/১৮২২/১৮২৩/১৮২৪/১৮৩০/১৮৩১/১৮৩২/১৮৩৪/১৮৪৮/১৮৪৯/১৮৫২/১৮৫৪/১৮৫৯ মোট ভূমির পরিমাণ১২.৮১শতাংশ যাহা স্থানীয় রাজেন্দ্র গং,নকুল গং ও প্রহলাদ গংদের নামে রেকর্ড থাকিলে তাহা স্থানীয় মোতাহার মোল্লার পুত্র জালাল মোল্লা, আব্দুল আজিজ মৃধার পুত্র সালাম মৃধা, মৃত মোতালেব মোল্লার পুত্র মোল্লা শামীম আহমেদ, মৃত আজিজ মৃধার পুত্র মোঃ হুমায়ুন কবির,মৃত মোসলেম আলী মোল্লার পুত্র রাজ্জাক মোল্লা, জলিলুর রহমান মোল্লার পুত্র নূর জামাল মোল্লা জোরপূর্বক ভাবে দখল করিয়া বিভিন্ন দোকানপাট ও চৈতা মাধ্যমিক বিদ্যালয়ে নামে একটি বিদ্যালয় স্থাপন করিলে মৃত মহেন্দ্রনাথ শীলের পুত্র নিরঞ্জন শীল বাদী হয়ে মোকাম বিজ্ঞ মির্জাগঞ্জ সহকারী জজ আদালতে১০২/১৫ মোকদ্দমা দায়ের সহ উক্ত চৈতা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অবৈধভাবে দখলকৃত জমিতে বিদ্যালয়টিকে কলেজিয়েট-এ রূপান্তর করতে না পারে তৎমর্মে স্থানীয় মৃত প্রহলাদ চন্দ্র শীলের পুত্র অরুণ চন্দ্র শীল ও মৃত মাহেন্দ্র শীলের পুত্র নিরঞ্জন শীল বিগত ইং ১০/০৫/২০১৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় এবং বিগত ইং ১৬/০৫/২০১৬ তারিখে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর অভিযোগ দাখিল করিলে উক্ত কারনে গত ৭ই মে মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়নের চৈতা বাজার নামক স্থানে কতিপয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত তফসিলভুক্ত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলে রাখার জন্য একটি মিথ্য, বানোয়াট, ভিত্তিহীন ও অনভিপ্রেত মানববন্ধন সম্পন্ন করেন বলে ভুক্তভোগী অরুণ চন্দ্র শীল অভিযোগ করে জানান। তিনি আরো জানান যে উক্ত অবৈধ দখলদারদের নিকট হইতে জমি ফেরত পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা