বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশালে নৌকার প্রচারণায় কাঠালিয়া আওয়ামী লীগ

বরিশাল, ব্যুরো::

বরিশাল সিটি কর্পোরেশেন নির্বাচনের শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারে নেমেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বজলুল হক হারুনের নির্দেশনায় নৌকা প্রতিককে বিজয়ী করতে প্রচারণায় অংশ নেয় তারা।
শুক্রবার (৯ জুন) জুমার নামাজ শেষে দুপুর থেকে রাত পর্যন্ত এ প্রচারণায় অংশ নেয় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.তরুন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন মোল্লা, মনিরুজ্জামান মানিক, জিয়া মিরবহর, সিকদার মোঃ কাজল, মুক্তিযোদ্ধা সালেহ মোহাম্মদ মোয়াজ্জেম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রায় এক শতাধিক নেতাকর্মী। নৌকার জয় দেখতে বিরামহীন প্রচারণা চালায়িছে তারা।
ভোটের প্রচারণা নিয়ে জানতে চাইলে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। এক পদ্মা সেতুই বদলে দিয়েছে এই এলাকায় মানুষের অর্থনীতি। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটাররা ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আশা করি বিপুল ভোটে নৌকা প্রতিকের জয় হবে।
উল্লেখ্য, আগামী ১২ জুন ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার। বরিশাল সিটিতে এবার মেয়র পদে ৭ জন। ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপক্ষে লড়বেন ১৪২ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ১০ ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা