মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

শেখ হাসিনার সরকার এদেশের উন্নয়নের জন্য নি:স্বার্থ কাজ করে যাচ্ছেন;মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিজলী ডেস্ক::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন,‘ শেখ হাসিনা এ দেশের উন্নয়ন কারিগর। তিনিই এদেশের উন্নয়নের জন্য নি:স্বার্থ কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সময় দেশে যতো উন্নয়ন হয় তা অন্য কোন সরকারের সময় হয় না। অন্য সরকারের সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়। তাই দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার সরকার দরকার। শুক্রবার (০৯ জুন) সন্ধায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনয়িনের চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে এ কথা বলেন। ওই ইউনয়িনের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শিকদার চাঁন, জেলা ওলামালীগের সভাপতি মো. ফারুক আব্দুল্লাহ প্রমুখ। এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেয়রী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল মিল্ক (দুধ) ফিডিং প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় বলেন,‘ শেখ হাসিনা শুধু দেশের শিক্ষা ব্যাবস্থাকে আধুনিক করেন নি, এ আধুনিক শিক্ষাকে গ্রহন করতে শিুশুদের মেধার বিকাশের প্রয়োজন। আর তাই আদর্শ খাদ্য হিসাবে শিশুদের মাঝে বিনা মূল্যে দুধ প্রদান করছেন’। এ ছাড়া একই দিন মন্ত্রী জেলার সদর উপজেলার দক্ষিন রানীপুর হেমায়েত মোল্লার বাড়ি হতে কলাকোপা বাজার পর্যন্ত রাস্তার কার্পেটিং, শারিকতলা ইউপি থেকে নলবুনিয়া হাট সড়কের চেইনেজ ২২০৮ মিটার খালের উপর ১৮ মিটার গার্ডার ব্রীজ নির্মান, শারিকতলা ইউপি থেকে শংকরপাশা ইউপি ভায়া তুলাতলা ও উত্তর কালীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের কার্পেটিং, পাড়েরহাট জিসি থেকে হুলারহাট জিসি সড়কের কার্পেটেং সহ ১১টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা