বরিশাল ব্যুরোঃ
পিরোজপুর সদর থানার কলাখালী বাজারে জনৈক জলিল মোল্লার গ্যারেজে হইতে রাজু নামের এক ব্যাক্তির অটোরিক্সা চুরি হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে যানা গিয়াছে গত ১০ অক্টোবর রাতে রাজুর অটোরিক্সা চুরি হওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরেও রাজু নিরুপায় হয়ে থানা পুলিশের দারস্থ হয়েছেন। ভুক্তভোগী রাজুর অভিযোগ এবং সন্দেহ কলাখালী গ্রামের রিপন মোল্লা ও হাসান সরদার আমার অটো চুরি করতে পারেন !
রিপন মোল্লা এবং হাসান সরদার সম্পর্কে এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এই (২) জন অত্যান্ত খারাপ প্রকৃতির লোক তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। অভিযোগের বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন এর সাথে কথা বলার জন্য একাধিক বার কল করা হলে ফোনটি রিসিভ করেননি।