সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

মা ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ীতে ৩ জেলের কারাদণ্ড; ১১৬ কেজি ইলিশ জব্দ

বিজলী ডেস্ক::

সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৬৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ১১৬ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিলি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার পদ্মা নদীর হাবাসপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদরের পশ্চিম ভবদিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে রিপন শেখ (২৯), কাশেম মন্ডল (৬২) ও জাহাঙ্গীর মন্ডল (২২)।

জেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৬২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এছাড়া জব্দ করা ১১৬ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা