মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মা ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ীতে ৩ জেলের কারাদণ্ড; ১১৬ কেজি ইলিশ জব্দ

বিজলী ডেস্ক::

সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৬৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ১১৬ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিলি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার পদ্মা নদীর হাবাসপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদরের পশ্চিম ভবদিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে রিপন শেখ (২৯), কাশেম মন্ডল (৬২) ও জাহাঙ্গীর মন্ডল (২২)।

জেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৬২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এছাড়া জব্দ করা ১১৬ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা