মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৭
শিরোনাম :
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিয়ে করলেন ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

মাদকাসক্ত কাউকে রাজনৈতিক সংগঠনে আশ্রয় দেয়া যাবে না: আমু

নলছিটি রিপোর্টারঃ  ছাত্র সমাজকে মাদকাসক্তদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, মাদকের বিরুদ্ধে ছাত্র সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রতি ঘৃণা জানাতে হবে। মাদকাসক্ত কাউকে রাজনৈতিক সংগঠনে আশ্রয় দেয়া যাবে না।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতর।

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমু বলেন,আজকে প্রত্যেক অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার ছেলে কোথায় যায়, কার সঙ্গে মেশে,কী খাচ্ছে? এগুলো খেয়াল রাখতে হবে।সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। শিক্ষকদের নজর রাখতে হবে তাদের শিক্ষার্থীরা মাদকাসক্ত কিনা। তারা ঠিকমতো পড়ালেখায় মনোযোগী কিনা। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

ডেঙ্গু নিয়ে তিনি বলেন,দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে নিজ বাড়ির আশপাশে যাতে পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে।সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,ঝালকাঠির পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক।

পরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমির হোসেন আমু।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা