বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম :
প্রধান মন্ত্রীর নির্দেশই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন..! দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ বিদেশি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দিচ্ছে…! বরিশাল বিভাগীয় সাংস্কৃতিক উৎসব ১৭ ডিসেম্বর আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার বরিশাল-০৫ আসনের নৌকার মাঝি হলেন কর্নেল জাহিদ ফারুক বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা এবং সমন্বয় কমিটির সভা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) ১৫ লাখ টাকার বই বিক্রি, বিভাগীয় বইমেলার সমাপ্তি বরিশালে বিসিসি নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠান, নগরবাসীকে উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি

মাদকাসক্ত কাউকে রাজনৈতিক সংগঠনে আশ্রয় দেয়া যাবে না: আমু

নলছিটি রিপোর্টারঃ  ছাত্র সমাজকে মাদকাসক্তদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, মাদকের বিরুদ্ধে ছাত্র সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রতি ঘৃণা জানাতে হবে। মাদকাসক্ত কাউকে রাজনৈতিক সংগঠনে আশ্রয় দেয়া যাবে না।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতর।

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমু বলেন,আজকে প্রত্যেক অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার ছেলে কোথায় যায়, কার সঙ্গে মেশে,কী খাচ্ছে? এগুলো খেয়াল রাখতে হবে।সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। শিক্ষকদের নজর রাখতে হবে তাদের শিক্ষার্থীরা মাদকাসক্ত কিনা। তারা ঠিকমতো পড়ালেখায় মনোযোগী কিনা। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

ডেঙ্গু নিয়ে তিনি বলেন,দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে নিজ বাড়ির আশপাশে যাতে পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে।সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,ঝালকাঠির পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক।

পরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমির হোসেন আমু।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা