বিজলী ডেক্স: পটুয়াখালীর রাঙ্গাবালীতে (কলাপাড়া- রাঙ্গাবালী )পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব ত্রান দিতে আসলে তাকে বরন করতে ছাত্রলীগ বিশাল শোডাউন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ,এমপির আগমনকে কেন্দ্র করে তাকে বরন করতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ওসাধারন সম্পাদক আশিকুর রহমান উজ্জলের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয় সকালে।উপজেলা সদর থেকে মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে যেখানে সংসদ সদস্য অবস্থান করছিলেন সেখানে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি বলেন, প্রথমে আমরা স্বাগতম জানাতে সামাজিক দুরুত্ব বজায় রেখে চেষ্টা চালিয়েছি কিন্তু ত্রান নিতে আসা লোকজন ভীড় করায় আমাদের অনিচ্ছাসত্ব কিছুটা জমায়েত হয়েছে ।সাধারন সম্পাদক বলেন ছবি পুরানো ,আমরা সামাজিক দুরুত্ব বজায় রেখে শোডাউন করেছি।
পরে বিকেলে রাঙ্গাবারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব ,দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।