মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ৩টি মটর সাইকেল ভস্মীভুত ও অল্পের জন্য বহু জীবন রক্ষা পেয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল ঘুরে জানা যায় ২৫ আগষ্ট মঙ্গলবার বেলা ২ টায় মুলাদী সিনেমা হল রোড এলাকায় এ দুঘর্টনা ঘটে। এ দুঘর্টনায় প্রত্যক্ষ দর্শীরা জানান পূর্ব দিক মানে হিজলা থেকে আসা মায়ের দোয়া নামক ট্রাকটিতে অল্পের জন্য রক্ষা পেলেন মুলাদী উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, ট্রাকের নিচে যে মটর সাইকেলটি দখা যাচ্ছে সেই মটর সাইকেলে ছিলেন চেয়ারম্যান মহোদয়। রাস্তার পাশে রাখা মটর সাইকেল ৩টি উপর দিয়ে উঠিয়ে দিয়ে ও শর্শী মিষ্টান্ন ভান্ডারের দোকান ঘেলে বন্ধ হয়ে যায়। মুলাদী বন্দরের প্রধান ব্যস্ততম এলাকা সিনেমা হলের রাস্তা হওয়ায় পথচারী ও আশে পাশে দোকান পাটের লোকজন ট্রাকটি থামালে ট্র্রাকের চালককে আটক করে। মুলাদী বন্দরের এক ব্যবসায়ী জানান যে গতিতে ট্রাকটি এসে দুর্র্ঘটনাটি ঘটায় তা দেখে পথচারী বহুমানুষ জন দৌড়ে সরে না গেলে বহু মানুষ ট্রাকের নিচে চলে যেত। পরে মুলাদী থানায় সংবাদ দিলে মুলাদী থানার পুলিশ এতে ট্র্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। ট্রাক চালকের বাড়ী বিমান বন্দর থানার কাশিপুর এলাকার আঃ গনি হাওলাদার পুত্র আল আমিন। ট্রাক নম্বর হল ঢাকা মেট্রো ট ১৬-৩২৪৫।